Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে: মেয়র হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ২৩:১৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২৩:৪২

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সবাইকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

রমজান উপলক্ষে শ‌নিবার (২৩ এপ্রিল) বিকালে রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন। রূপগঞ্জ উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের উদ্যোগে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপ‌তিত্ব করেন- রূপগঞ্জ উপজেলা যুবম‌হিলা লীগের সভাপ‌তি ফেরদৌসী আক্তার রিয়া এবং সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা যুবম‌হিলা লীগের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা।

সারাবাংলা/এমও

হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর