Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তি জেলাবাসীর কল্যাণে কাজ করে এগিয়ে যাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ২১:১২

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তির সভাপ‌তি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তি সব সময় নারায়ণগঞ্জ জেলাবাসীর কল্যা‌ণে কাজ করে এগিয়ে যা‌বে।’

রমজান উপল‌ক্ষ্যে শ‌নিবার (২৩ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ‘নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে সভাপ‌তির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা এমন একটি প্ল্যাটফর্ম করেছি, যা কোনো দলীয় প্ল্যাটফর্ম না। দলীয় প্ল্যাটফর্ম হলে সাধারণ মানুষের কাজে আসে না। জেলা সমিতি সবার সমিতি। জেলা সমিতি সর্বদলীয় সর্বজনীন। বিগত করোনায় আমরা কোনো কাজ করতে পারিনি। এখন আমরা জেলা সমিতির মাধ‍্যমে সবাই একসঙ্গে থাকতে চাই।’

নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তি’র সাধারণ সম্পাদক কে এম আবু হানিফ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন- নারায়ণগঞ্জ জেলা স‌মি‌তির সহ সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রধান ও মীর আব্দুল আলীম, আজীবন সদস্য লায়ন মোজাম্মেল হক ভূইয়া, ফের‌দৌসী আলম নীলা, মো. মতিউর রহমান মতি, মো. কামাল হোসেন পলাশ, লায়ন ইউসুফ আলী, আবু হোসেন ভূইয়া রানু, মো. সালাউদ্দিন, মো. মামুনুর রশীদ ও মনোয়ারা বেগম।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন, আন্তর্জাতিক কারি হাফেজ সাইদুল ইসলাম আসাদ।

সারাবাংলা/এমও

গোলাম দস্তগীর গাজী জেলা স‌মি‌তি নারায়ণগঞ্জ জেলা সমিতি বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর