Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে সক্রিয় ৩ অপরাধী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ১৯:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রশস্ত্র ও মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) ভোরে নগরীর আকবর শাহ থানার টোলরোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

গ্রেফতার তিন জন হলেন- সাহেদ হোসেন টিটু (২৪), মোহাম্মদ জাহিদ হোসেন শাকিল (২২) এবং শাহেদ আজগর হীরা (২৪)। তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, ছোরা-কুড়াল, মোটর সাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজন পেশাদার অপরাধী চক্রের সদস্য। সড়ক-মহাসড়কে ছিনতাই-ডাকাতি, লোকজনকে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে এই যুবকরা জড়িত। পুলিশের অভিযানের মুখে বছরখানেক নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি ঈদুল ফিতরকে সামনে রেখে এই চক্রটি আবার সক্রিয় হয়েছে।

পুলিশ জানায়, টোল রোডে শনিবার ভোরে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হচ্ছিল। টিটু ও শাকিল মোটরসাইকেল নিয়ে এসে চেকপোস্টের মুখে পড়ে। এ সময় তারা মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। তাদের কাছে ধারালো অস্ত্র পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যে হীরাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

ওসি জহির হোসেন সারাবাংলাকে বলেন, ‘এই চক্রের ১১ জন সদস্যকে কোতোয়ালি থানা পুলিশ ২০১৯ সালের নভেম্বরে গ্রেফতার করেছিল। ওই ১১ জনের মধ্যে হীরাও ছিল। জামিনে বেরিয়ে হীরা আবার ছিনতাইকারীদের সংগঠিত করে নিজেই একটি গ্রুপ গড়ে তোলে। তারা পিকআপ ভ্যানে করে শ্রমিকের বেশে রাতে মহাসড়কে ঘোরাঘুরি করে। এর পর সুযোগ বুঝে গাড়ি আটকে ছিনতাই করে। আবার মোটরসাইকেল বা প্রাইভেটকারে করে নগরীতে ঘোরে। রিকশা বা অটোরিকশায় যাত্রী পেলে ঠেকিয়ে ছিনতাই করে।’

বিজ্ঞাপন

গ্রেফতার তিন জনের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে ওসি জহির জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম

আপরাধ গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর