Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীর পানি কমায় হাওরে কৃষকদের স্বস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ১৯:২০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ০০:৪৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি কমায় হাওরে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। গত ২৪ ঘণ্টায় হাওর এলাকায় নতুন কোনো বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি।

শনিবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জের নদ-নদীর পানি ৫.৫৪ বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

জানা যায়, গত (১ এপ্রিল) থেকে (২২ এপ্রিল) পর্যন্ত সুনামগঞ্জের ৯ উপজেলায় অন্তত ১৯টি হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে। যদিও প্রশাসনের মতে ৫ থেকে ৬ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। তবে কৃষকদের দাবি হাওর এলাকার কমপক্ষে ৯ হাজার হেক্টরের ও বেশি বোরো ফসলের ক্ষতি হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, গত দু’দিন সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে। যদি সপ্তাহ খানেক বৃষ্টিপাত না হয় এবং নদীর পানি না বাড়ে তাহলে সোনালী ফসল ঘরে তুলতে পারবেন তারা।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, ঝুঁকিপূর্ণ হাওর থেকে ধান কেটে আনতে সুনামগঞ্জের বাইরে থেকে শ্রমিক আনা হচ্ছে। ইতিমধ্যে সুনামগঞ্জে ১ লাখ ১১ হাজার ৭০০ হেক্টর বোরো ধান কর্তন করা হয়েছে।

সারাবাংলা/এমও

কৃষকদের স্বস্তি টপ নিউজ নদীর পানি সুনামগঞ্জ হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর