১৫০ কেজির বোল মাছ বিক্রি হলো ১ লাখ ২০ হাজার টাকা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ১৮:৫৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২১:৪৫
২৩ এপ্রিল ২০২২ ১৮:৫৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২১:৪৫
কক্সবাজার: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বিশাল বোল মাছ।
শনিবার (২৩ এপ্রিল) সকালে সেন্টমার্টিনের ডেইল পাড়ার জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বিশাল এই মাছ ধরা পরার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলেরা মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ মাছের বিভিন্ন জাত রয়েছে এর ইংরেজি নাম হচ্ছে (Malabar Grouper)।
সারাবাংলা/এমও