ব্রিফিংয়ে ব্যস্ত স্টেশন ম্যানেজার, চুরি হলো মানিব্যাগ-মুঠোফোন
সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২২ ১৬:১৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৮:৫৫
২৩ এপ্রিল ২০২২ ১৬:১৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৮:৫৫
ঢাকা: ইদযাত্রার টিকিট নিয়ে ব্রিফিং করার সময় নিজের মানিব্যাগ ও মোবাইল ফোন খুইয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
শনিবার (২৩ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে রাজধানী কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ব্রিফিংয়ের শেষ মুহূর্তে চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, তার মানিব্যাগে ৪৫ হাজার টাকা ছিল। এ ছাড়া দুটো মোবাইল ফোনও চুরি হয়েছে। এর মধ্যে একটি সরকারি মোবাইল ফোন।
জানা যায়, স্টেশন ম্যানেজার ব্রিফিং করার সময় এক ব্যক্তি তার পাশে এসে দাঁড়ান। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের এক ফাঁকে ওই ব্যক্তি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে চম্পট দেয়।
সারাবাংলা/একে