Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতিন-জেলেনস্কির সঙ্গে দেখা করবেন গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২২ ১১:৪৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৩:৫৫

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করবেন। তার আগে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করবেন তিনি।

শুক্রবার (২২ এপ্রিল) জাতিসংঘ সূত্র এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, গুতেরেস দুই দিনের মস্কো সফরের পর আগামী বৃহস্পতিবার জেলনস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।

অপরদিকে, পুতিন আগামী মঙ্গলবার গুতেরেসের সঙ্গে সাক্ষাত করবেন এমন খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।

জাতিসংঘ ফের উদ্যোগ গ্রহণের প্রচেষ্টায় গুতেরেস সরাসরি সাক্ষাৎ করার ব্যাপারে এ দুই প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে এ সপ্তাহে চিঠি পাঠান। এই যুদ্ধের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আংশিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এ পরিষদের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়া।

চীন-রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানায়। তারা বলছে, এটি মস্কোকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার অংশ। এক্ষেত্রে রাশিয়া হচ্ছে ভুক্তভোগী দেশ। মঙ্গলবার পাঠানো চিঠিতে গুতেরেস এ যুদ্ধের অবসানে দ্রুত সংলাপের আহ্বান জানান।

মুখপাত্র স্টিফান ডুজারিক এ সপ্তাহে বলেন, সবচেয়ে বড় এই সংকটের সময়ে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে জরুরি বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তিনি আলোচনা করবেন।

এদিকে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তেমন যোগাযোগই করেননি গুতেরেস। কেবলমাত্র ২৬ মার্চ তিনি এক বার টেলিফোনে কথা হয় তাদের। এ আগ্রাসন জাতিসংঘ সনদেও লঙ্ঘন মহাসচিব এমন কথা বলার পর থেকে পুতিন গুতেরেসের ফোন কল ধরেননি বা তার সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ জাতিসংঘ মহাসচিব রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর