Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমামের বেতন তোলা নিয়ে সংঘর্ষে মৃত্যু, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২২ ২১:৫৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২২ ২৩:০৮

সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলায় তারাবির নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদের মধ্যে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে বাবুল হোসেন (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার তেয়াশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে মুছা প্রামানিক (৫০), বাবু মুন্সী (৩২), সিয়াম (১৪), ইয়াকুব (৩২), সাবানা বেগমকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের ভাতিজা মনিরুল ইসলাম ও স্থানীয় ইউসুফ জানান, তেয়াশিয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক গ্রুপের সঙ্গে একই গ্রামের মুছা প্রামানিক গ্রুপের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজ শেষে তারাবি পড়ানো ইমামের টাকা তোলা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মসজিদের মধ্যেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে মালেক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। দফায় দফায় হামলায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বাবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা গেছেন।

নিহতের শ্যালক রইচ উদ্দিন বলেন, বাবুল হোসেন একজন কৃষি দিনমজুর। তিনি সংঘর্ষের বিষয়ে জানতেন না। কাজ থেকে ফিরে মসজিদের পাশে দাঁড়িয়েছিলেন, এ অবস্থায় তার ওপর উপর্যুপুরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন বলেন, দুই পক্ষের পূর্ব বিরোধ থেকে মসজিদের ভেতরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় একজন মারাও গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ইমামের টাকা তোলা নিয়ে সংঘর্ষে মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর