Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগাল শাখা যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

পরবাস ডেস্ক
২২ এপ্রিল ২০২২ ২১:৪৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২২ ২১:৪৬

লিসবন: পর্তুগালের রাজধানী লিসবনে যুবলীগের উদ্যোগে বুধবার (২০ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পর্তুগাল যুবলীগ নেতা অনুপম মেহেদী অনু ও  সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা খন্দকার ইউনুস ফাহাদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যুবলীগকে যেকোনো লড়াই সংগ্রামে প্রস্তুত থাকতে হবে।’ এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পর্তুগাল আওয়ামী লীগ ও পর্তুগাল যুবলীগকে একসঙ্গে পথ চলার দিক নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

প্রধান বক্তা পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন তার বক্তব্যে যুবলীগের ইফতার মাহফিল আয়োজনে তার মুগ্ধতা প্রকাশ করেন। পর্তুগাল আওয়ামী যুবলীগকে অতীতের মতো সব ধরনের সাংগঠনিক সহযোগিতার কথাও পুনঃব্যক্ত করেন তিনি।

পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুব আলম তার বক্তব্যে সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি পর্তুগাল আওয়ামী যুবলীগ নেতা অনুপম মেহেদি অনু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাকির হোসাইন এবং শ্রম বিষয়ক সম্পাদক সফিউল আলম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, রিয়াদ হোসেন খোকা, মিরাজ বাক্কার, বাপ্পি তালুকদার, উজ্জ্বল তপাদার, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি ও পর্তুগাল যুবলীগ নেতা ফারুক হোসেন মানিক, পর্তুগাল যুবলীগ নেতা এসএম আশরাফুর রহমান বাপ্পী, মেহেদী হাসান সুমন, অভিজিৎ ঘোষ, জুয়েল রানা প্রধান, মোঃ শরিফুল ইসলাম, মাইনুল ইসলাম রাজন, এস এম জাহিদুর রহমান, মিথুন মল্লিক, এমডি হুমায়ুন কবির, মোহাম্মদ জাহিদ হাসান, মোঃ সজীব হোসেন, এস এম সাচ্চু, সৈয়দ মাহবুব হাসান, মিনহাজুল আবি, পাপ্পু দেব, মেহেদী হাসান জীবন, এস এম হক জনিসহ অন্যান্যরা।

এছাড়া পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর