Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গজারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২২ ২০:৪০

মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রইছ উদ্দিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। আটকরা হলেন- মো. হিমেল (১৮), মেহেদী হাসান (১৮), মো. আদর (১৮), মো. জাবেদ (১৯), মো. মাহাদীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাত থেকে শুরু করে ভোর ৬টা পর্যন্ত পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চরবাউশিয়া ফরাজিকান্দি পাখির মোড় নামক এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩১। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

আন্তঃজেলা ডাকাত গজারিয়া গ্রেফতার ডাকাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর