দুদকে উপসহকারী পরিচালকের ১৪৪টি পদে নিয়োগ
স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ২১:৫৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ২২:২৭
২১ এপ্রিল ২০২২ ২১:৫৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ২২:২৭
ঢাকা: দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপসহকারী পরিচালক হিসেবে ১৪৪ জন নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
দুদকের আদেশে বলা হয়েছে, উপসহকারী পরিচালক পদে যোগ দেওয়া নবনিযুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী (অনাবাসিক) ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিতে হবে।
এর আগে আগামী ২২ এপ্রিল সকাল ৯টায় বিয়াম ফাউন্ডেশনে উপস্থিত হয়ে নবনিযুক্ত এসব কর্মকর্তাকে যোগদানপত্র দাখিল করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দুদক। দীর্ঘ তিন বছর পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।
সারাবাংলা/এসজে/টিআর