Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মার্কিন মানবাধিকার প্রতিবেদন যথাযথ নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ২০:৩৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ২০:৩৪

ঢাকা: কিছু এনজিও আর মিডিয়ার মিথ্যা খবরের কারণে যুক্তরাষ্ট্র এমন ভুল তথ্য নির্ভর মানবাধিকার প্রতিবেদন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদন যথাযথ নয়। এতে অনেক অসঙ্গতি আছে। প্রতিবেদনটি ভুল তথ্যনির্ভর। কিছু এনজিও-মিডিয়ার মিথ্যা খবরের ভিত্তিতে এটি তৈরি হয়েছে।

ড. মোমেন আরও বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষায় এ দেশের জন্ম। এখানে ওই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে না। এ নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের ভুল বোঝাবুঝি আছে মাত্র।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের অসম্পূর্ণতা ও অস্পষ্টতার বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্র প্রশাসনকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানান তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে বিএনপিকে নির্বাচনে আনতে মার্কিন সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী এমন সংবাদ কিছু সংবাদমাধ্যমে প্রকাশ হয়। এতে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এই খবরের ব্যাখ্যায় ড. মোমেন বলেন, কথার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে, ‘সব দল নির্বাচনে এলেও ক্যান্টনমেন্টে জন্ম হওয়া একটি দল আসতে চায় না। জনগণের ওপর তাদের আস্থা নেই।’

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই।

র‍্যাবের নিষেধাজ্ঞা বিষয়ে মন্ত্রী বলেন, এটা সহসাই উঠছে না। র‍্যাবের নিষেধাজ্ঞা উঠতে আরও সময় লাগবে।

সারাবাংলা/টিএস/একেএম

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর