Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২৫০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১৯:০১

বগুড়া: শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেসা খেলার মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আজাদুল ইসলাম (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি বগুড়ার ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, মাদক ব্যবসায়ী আজাদুল আলতাফুন্নেছা খেলার মাঠের পূর্বকোণে পায়ে হাঁটা রাস্তার উপর ঘোরাঘুরি করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার হেফাজতে থাকা আড়াই হাজার ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক বিক্রেতা নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মঙ্গোলিয়া গ্রামের মো. মাজেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

ইয়াবা গোয়েন্দা পুলিশ ডিবি বগুড়া মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর