Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরিরামপুরে স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহার চেয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১৮:৪৫

মানিকগঞ্জ: হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে এলাকাবাসী ও সচেতন মহলের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের ওষুধ, আসবাবপত্র কেনা, নৌ অ্যাম্বুলেন্স মেরামত ও জ্বালানি খরচ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে ডা. ইসরাত জাহান অনিয়ম দুর্নীতি করেছেন। বক্তারা মানববন্ধনে, তার অনিয়ম-দুর্নীতির বিচারসহ তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ, কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম ও বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ানসহ আরও অনেকে।

সারাবাংলা/এমও

মানববন্ধন স্বাস্থ্য কর্মকর্তা হরিরামপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর