Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ২ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১৮:২৭

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ও যৌথ খামার এলাকার দু’টি ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তার দুই ইট ভাটা গুঁড়িয়ে দেওয়ার অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশে উপজেলার মাইসছড়িতে এটিএম রাশেদ উদ্দিনের ও যৌথ খামার এলাকার আবদুস সালামের ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হবে।’

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেলার খাগড়াছড়ির জেলা কমিটির সদস্য আবু দাউদ ও স্থানীয় পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী। তারা দ্রুত জেলার অবৈধ সব ইটভাটায় এই ধরনের অভিযান পরিচালনা করে পরিবেশ সুরক্ষার দাবি জানান।

সারাবাংলা/এমও

ইটভাটা খাগড়াছড়ি প্রশাসন হাইকোর্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর