ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার, ডিএসই লেনদেন ছাড়াল ৭৫০ কোটি
২১ এপ্রিল ২০২২ ১৬:৫৬
ঢাকা: ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বৃহস্পতিবার (২১ এপ্রিল) টানা দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচকের বড়ধরনের উত্থান হয়েছে। একই সময়ে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেনও। এতে বিনিযোগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮০টি কোম্পানির ১৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ৯৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাড়ায় ৭৫৪ কোটি ৭ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয় ৬০৫ কোটি ৬৯ লাখ টাকা। এদিন ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএসই শরিয়া সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৪ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯২টি কোম্পানির ১ কোটি ৯ লাখ ৮২ হাজার ৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। দিন শেষে সিএসইতে ৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৯৭ পয়েন্ট উঠে আসে।
সারাবাংলা/জিএস/পিটিএম