সাত কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত
তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১৪:৪২ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৫:৩৮
২১ এপ্রিল ২০২২ ১৪:৪২ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৫:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২১ এপ্রিলের অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে সাত কলেজের ওয়েবসাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত সাত কলেজের আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। উক্ত পরীক্ষা আগামী ২১ মে দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য , নিলক্ষেতের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে গত ২ দিন ধরে ঢাকা কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা কলেজের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়।
সারাবাংলা/এনএসএম/এসএসএ