আগাম বন্যা থেকে ফসল রক্ষায় আসছে নতুন প্রকল্প
২১ এপ্রিল ২০২২ ১৪:২৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৫:১৩
সুনামগঞ্জ: হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আগাম বন্যা নিয়ন্ত্রণ ও নৌযান চলাচলের সুবিধার্থে সরকার সুনামগঞ্জে দুটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এর মধ্যে একটি হলো নদী খনন ও আরেকটি কজওয়ে নির্মাণ বলেও জানান তিনি।
বছরের শেষের দিকে এই দুটি প্রকল্পের কাজ শুরু হতে পারে, এখন চলছে সমীক্ষার কাজ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ বিষয়ে জাহিদ ফারুক বলেন, সুনামগঞ্জের মানুষের জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। আমরা আশা করছি আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে কাজ শুরু করতে পারবো। ১৫৪৭ কোটি টাকার ১৪টি নদী ও এর সঙ্গে যত সংযোগ খাল রয়েছে তা খননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যার সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার রিপোর্ট আমরা সেপ্টেম্বরের ভেতরে পাবো। এরপর একনেকে তুলে প্রকল্পটা পাস করাবো।
তিনি আরও বলেন, নদী পথ দিয়ে নৌ চলাচলের জন্য ও ফসল কেটে কৃষক যেন তাদের বাড়িতে নিয়ে যেতে পারে সেজন্য ৯০টি কজওয়ে রাখা হয়েছে। শুষ্কু মৌসুমে কজওয়ের পয়েন্টগুলো জিও ব্যাগ দিয়ে বন্ধ রাখা হবে। যখন কৃষকের ফসল কাটা শেষ হয়ে যাবে তখন কজওয়েগুলো খুলে দেওয়া হবে। এই দুটি কাজ হলে আগামীতে এরকম আগাম বন্যা হলে মোকাবেলা করতে পারবো।
এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সিলেট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী ও সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস