Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেক প্রতারণার ৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১৩:৫৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৪:৪৩

ঢাকা: চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার কয়েকটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিনের আদেশ দেন।

জামিন শুনানি অংশ নেন রাসেলের আইনজীবী আহসান হাবীব। তিনি বলেন, আজকে ৯টা মামালায় জামিন পেয়েছেন তিনি। চেকের মামলায় জামিন হলেও কারামুক্ত হতে পারছেন না তিনি। তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে আরিফ বাকের নামের একজন গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়ের পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হন শামীমা নাসরিন। তবে তার কয়েকটি জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে রয়েছেন রাসেল।

সারাবাংলা/এআই/এসএসএ

ইভ্যালির রাসেল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর