Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানি এলিজাবেথের ৯৬তম জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২২ ১২:৫৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৪:২৪

ব্রিটেনের রানি এলিজাবেথের ৯৬তম জন্মদিন বৃহস্পতিবার (২১ এপ্রিল)। বিবিসি জানিয়েছে, সানদ্রিংহ্যাম প্রাসাদে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করবেন তিনি। একটি রাজকীয় হেলিকপ্টারে করে তাকে নর্থফোক রাজ্যের ওই প্রাসাদে নিয়ে যাওয়া হবে। যেখানে তিনি তার ঘনিষ্ট বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।

সেখানে প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের পছন্দের একটি কটেজে রানি সময় কাটাবেন বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

এদিকে, রানির ৯৬তম জন্মদিন উপলক্ষে রাজ পরিবারের পক্ষ থেকে তার একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, উইন্ডসোর প্রাসাদে তিনি দুইটি ঘোড়ার সঙ্গে দাঁড়িয়ে আছেন। শৈশব থেকেই রানির পছন্দের তালিকায় ঘোড়া শীর্ষ স্থানে রয়েছে।

১৯২৬ সালে লন্ডনের টাউনহাউজের ব্রুটন স্ট্রিটে জন্ম নেন রানি এলিজাবেথ। তার বাবা রাজা ষষ্ঠ জর্জ এবং মা রানি এলিজাবেথ। ব্রিটিশ রাজ পরিবারের তিনিই প্রথম টানা ৭০ বছর রাজত্ব করার বিরল সম্মান অর্জন করেছেন।

সারাবাংলা/একেএম

জন্মদিন রানি এলিজাবেথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর