Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের ‘অনিন্দ্য মজুমদার কল সেন্টার’র উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২১ এপ্রিল ২০২২ ১২:২১

ঢাকা: যমুনা ব্যাংক লিমিটেডের কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টার ‘অনিন্দ্য মজুমদার কল সেন্টার’র উদ্বোধন করা হয়েছে।

রাজধানীতে অবস্থিত ব্যাংকের এম.এইচ.বি ভবনে কল সেন্টারটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া। গতকাল বুধবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন কল সেন্টারটির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করতে পারবে যমুনা ব্যাংক। গ্রাহকদের পরিষেবা মূলক প্রশ্ন, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড পরিষেবা, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং পরিষেবাসহ অন্যান্য সেবা প্রদান করবে। প্রয়াত পরিচালক অনিন্দ্য মজুমদারের নামে এই কল সেন্টারটি নামকরণ করা হয়েছে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্জ্ব নূর মোহাম্মদ, প্রতিষ্ঠানটির পরিচালক কানুতোষ মজুমদার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

অনিন্দ্য মজুমদার কল সেন্টার যমুনা ব্যাংক লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর