Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালম‌নিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১১:১৩

আইয়ুব আলী

লালম‌নিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় বিকাশ ও মোবাইল ব্যবসায়ী আইয়ুব আলী (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের একটি রাস্তায় গতকাল বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল এ খবর নিশ্চিত করেন।

নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।

জানা যায়, আইয়ুব আলী চাপারহাট বাজারে বিকাশ ও মোবাইলের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বাজারের দোকান বন্ধ করে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করেন।

আরও জানা গেছে, দুর্বৃত্তরা টাকা ছিনতাইয়ের জন্য ধারালো অস্ত্র দিয়ে আইয়ুব আলীর ওপর হামলা চালায়। এতে মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। দুর্বৃত্তরা তখন রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি গোলাম রসূল জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইন অনুযায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে।

সারাবাংলা/এনএস

কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর