Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউমার্কেট থানায় মামলা করলেন নিহত নাহিদের বাবা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ০১:২৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১১:৩৫

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় নিহত কুরিয়ারকর্মী নাহিদ হাসানের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট বিভাগের সহকারী কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

ফারুকুজ্জামান বলেন, নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে তিনি আসামি করেছেন। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত এই একটি মামলা হয়েছে। আরও দু’টি মামলা হতে পারে।

আরও পড়ুন- ‘ছেলের বউয়ের মুখের দিকে তাকাতে পারছি না’

সংঘর্ষে নাহিদ নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে জানিয়ে এসি শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, কুরিয়ারকর্মী নাহি নিহতের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। নাহিদকে যারা হত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

এদিকে, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম সারাবাংলাকে বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মোট তিনটি মামলা হবে। নিহতের পরিবার বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ বাদী হয়ে আরও দুইটি মামলা করবে।

আরও পড়ুন- নিউমার্কেটের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

পুলিশের বাদী হয়ে করা মামলার বিষয়ে ওসি বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুইটি হবে। মামলার এজাহার লেখার কাজ চলছে। (বুধবার দিবাগত) রাতেই মধ্যেই মামলা এন্ট্রি হবে।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত।

আরও পড়ুন- ঢাকা কলেজ শিক্ষার্থীদের ১০ দফা দাবি

মঙ্গলবার নিউমার্কেট এলাকায় চলমান সংঘর্ষের সময় কামরাঙ্গীরচরে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন কুরিয়ারকর্মী নাহিদ। সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাহিদের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া না গেলেও প্রাথমিকভাবে জানা গেছে, তার শরীরে বেশকিছু ক্ষত পাওয়া গেছে। এর মাধ্যমে তার ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে অর্ধ শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের সময় বেশ কয়েকজন সংবাদকর্মীও আহত হন।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

নাহিদের বাবার মামলা শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ সংঘর্ষে নিহত নাহিদ হত্যা মামলা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর