Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিথ্যা ঘোষণা দিয়ে আনা ৮২৮ কেজি শূকরের মাংস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ২৩:৪৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ০১:৪১

ঢাকা: মিথ্যা ঘোষণার মাধ্যমে বিদেশ থেকে আনা ৮২৮ কেজি শূকরের মাংস জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার ( ২০ এপ্রিল) রাতে শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানিয়েছে, মিথ্যা ঘোষণার মাধ্যমে শূকরের মাংস আমদানি করেছে অলইস্টার লজিস্টিক অ্যান্ড ট্রেডিং হাউজ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাংসগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বলছে— সোমবার চীন থেকে আমদানি কার্গোতে আসে অলইস্টার লজিস্টিক প্রতিষ্ঠানের ফুডস্টফ নামে বেশকিছু পণ্যের চালান। এরপর শুল্ক গোয়েন্দা খবর পেয়ে ওই পণ্যের চালানে অভিযান চালায়।

মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সারাবাংলা/এসজে/একে

শাহজালাল বিমানবন্দর শূকরের মাংস

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর