দিল্লিতে করোনার প্রাদুর্ভাব বাড়ছে, মাস্ক পরায় বাধ্যবাধকতা জারি
২০ এপ্রিল ২০২২ ২২:৩২ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ০৯:১৪
ভারতের রাজধানী দিল্লিতে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ। বুধবার (২০ এপ্রিল) দিল্লিতে ১ হাজার ৯ জনের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি শেষ বার দিল্লিতে এর বেশি (১ হাজার ১০৪) আক্রান্ত শনাক্ত হয়েছিল।
দিল্লিতে করোনার পজিটিভিটি রেট (প্রতি একশো জন পরীক্ষায় ইতিবাচক ফল) বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। করোনায় আক্রান্ত বাড়লেও হাসপাতালে ভর্তির হার বাড়েনি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
করোনার প্রাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ায় দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে ৫০০ রুপি জরিমানাও নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গতবছরের শুরু থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লি। সেসময় এই মহামারিতে দৈনিক ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জুন থেকে ভারতের রাজধানীতে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করে।
সারাবাংলা/আইই