Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি সাংবাদিক সমিতির সভাপতি শাহেদ, সম্পাদক ওয়াশিম

ইবি করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ২০:৪১ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ২১:২২

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি নিউ ন্যাশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদুল ইসলাম সভাপতি ও দৈনিক যায়যায়দিনের শাহাব উদ্দীন ওয়াশিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে ভোটগ্রহণ শেষে দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে ফলঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিজ্ঞাপন

৯ সদস্যের কমিটির বাকি সদস্যরা হলেন— সহসভাপতি অনি আতিকুর রহমান (মানবকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান (দেশ রূপান্তর), দফতর সম্পাদক তাজমুল জায়িম (নয়া দিগন্ত), অর্থ সম্পাদক রাকিব মিয়া রিফাত (ডেল্টা টাইমস), প্রচার সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন) ও কার্যনির্বাহী সদস্য ইমরান মাহমুদ (বাংলাদেশ জার্নাল)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন। অন্য দুই নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক আতাউল হক এবং ইবিসাসের সাবেক সভাপতি সুজা উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

ফল ঘোষণার সময় বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা সমিতি এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

ইবি সাংবাদিক সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর