চোখে মসলা ছিটিয়ে ছুরিকাঘাতে হত্যা, আহত আরও ২ ভাই
২০ এপ্রিল ২০২২ ২১:২১ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ২৩:৪৫
ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় কথা কাটাকাটির জের ধরে তিন ভাইকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। এতে তিন জনের মধ্যে সাইফুল ইসলাম (২৫) নামে এক ভাই মারা গেছেন। আর আহত দুই ভাই হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উত্তর বাড্ডা সাঁতারকুল রোডের একটি মসলার দোকানে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিন ভাইকে ঢাকা মেডেকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে সাইফুলকে মৃত ঘোষণা করে। আহত দুই ভাই হলো- আল আমিন বাবু (১৮) ও সাহাবুদ্দিন সাবু(১৪)।
হতাহতদের আরেক ভাই মো. রাসেল জানায়, উত্তর বাড্ডা সাঁতারকুল রোডে তাদের বরিশাল রাইস মিল রয়েছে। তারা চার ভাই সেই দোকানে বসে। পাশেই সামিউল ইসলাম নামে আরেক দোকান আছে। দোকান দুটি একই মালিকের। দোকানের ছাদে রাজমিস্ত্রী কাজ করছিল। কাজের টাকা দুই দোকানের অর্ধেক অর্ধেক করে দেওয়ার কথা ছিল।
রাসেল জানায়, কাজ শেষে পাশের দোকানদার সামিউল সাইফুলের কাছে টাকা চাইতে যায়। এ সময় কোনো একটি বিষয় নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইফুলের চোখে মসলার গুড়া ছুঁড়ে মেরে তাকে ছুরিকাঘাত করে সামিউল। এ সময় সাইফুলের দুই ভাই আল আমিন ও সাবু এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তিন ভাইকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
রাসেল আরও জানায়, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বন্দর থানার সাহেবের হাট এলাকায়। বর্তমানে তারা উত্তর বাড্ডা সাঁতারকুল এলাকায় থাকে। তাদের বাবা আব্দুল খালেক থাকেন গ্রামের বাড়িতে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত দুই ভাইয়ের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম