Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ টাকা বেশিতে জুতা বিক্রি, বাটাকে ৩০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ২০:৫৪

বরিশাল: নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জুতা বিক্রি করার অভিযোগে বরিশালে বাটার একটি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর চকবাজার শাখায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, বাটার শোরুম থেকে প্রবীর কুমার দাস নামে একজন ক্রেতা জুতা কেনেন। তিনি সেটি ৯৯০ টাকায় কেনেন। বাসায় গিয়ে দেখতে পান মূল্য নির্ধারণ ট্যাগের ওপর দুটি স্টিকার লাগানো রয়েছে। ওপরের স্টিকারটিতে ৯৯০ টাকা মূল্য লেখা থাকলেও সেটি উঠিয়ে নিচের স্টিকারে আগের দাম ৮৯০ টাকা দেখতে পান।

ওই ক্রেতা সংক্ষুব্ধ হয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দেন। এর সূত্র ধরে বাটার শোরুমে অভিযানে গিয়ে ভোক্তা অধিকার অভিযোগের সত্যতা পায়।

পরে শোরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মির্জা ফরহাদ বেগ বিষয়টি তাদের ভুল হিসেবে স্বীকার করে নেন। পরে সতর্কতাস্বরূপ বাটার শোরুমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রবীর সাহা বলেন, ‘বাটার মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে এমনটি আশা করিনি। ভোক্তা অধিকারে অভিযোগ দেওয়ায় প্রতিকার পেয়েছি।’

এর আগে সকালে নগরীর টিয়াখালী এলাকায় একটি নকল জুসের কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সারাবাংলা/একে

টপ নিউজ বাটার শোরুম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর