Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত ২৮

সারাবাংলা ডেস্ক
২০ এপ্রিল ২০২২ ১৬:০০ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ২০:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক জন মারা গেছেন। যদিও কাল মৃত্যুশূন্য দিন পার করে দেশ। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৫০।

এছাড়া, একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমেছে। এর আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কিছুটা কমে হয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞাপন

বুধবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৮৭৯ ল্যাবের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ৮৭৯টি ল্যাবের মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি, র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬২টি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫ হাজার ১৩৩টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৯৮টি। এ নিয়ে এখন পর্যন্ত অ্যান্টিজেনসহ দেশে নমুনা পরীক্ষা করা হলো ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৪৯৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৩০ হাজার ৪৯৪টি। আর বেসরকারি পর্যায়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ১১ হাজার ৪টি।

সংক্রমণ ও শনাক্তের হার

আগের দিন দেশে ৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায়ও এই সংখ্যা কমে হয়েছে ২৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট সংক্রমণ শনাক্ত হলো ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জনের শরীরে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ, যা আগের দিন ছিল দশমিক ৯০ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

আগের দিন দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩৩১ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মোট সুস্থ হলেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯১ শতাংশ।

২৪ ঘণ্টায় ১ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। করোনার সংক্রমণ নিয়ে যে নারীর মৃত্যু হয়েছে তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

সারাবাংলা/পিটিএম

আপডেট করোনা

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর