Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি গবেষণায় কার্যক্রম গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ২০:১৮

ঢাকা: মানুষের দৈনন্দিন কৃষি পণ্যের চাহিদার ক্রমানুযায়ী গুরুত্ব বিবেচনায় গবেষণা কার্যক্রম গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২০ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরন, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে চলতি মৌসুমের বোরোর ক্ষতি পুষিয়ে নিতে আগামী মৌসুমে ধানের আবাদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, বিভিন্ন দফতর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

কৃষি গবেষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর