Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, সংসদীয় কমিটির অসন্তোষ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ১৯:৫৯

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রকল্প বাস্তবায়নে ধীরগতির জন্য অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। প্রকল্পগুলোর কার্যক্রম ধীরগতির কারণ কী তা খুঁজে বের করে প্রতিবেদন দাখিলের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২০ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১৮তম বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। এদিন কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এবি তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে স্থানীয় সরকার বিভাগের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ২য় ও ৬ষ্ঠ বৈঠকে গৃহীত সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত প্রকল্পগুলো নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলোর ধীরগতিতে কমিটি অসন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পগুলোর গুরুত্ব বিবেচনা করে প্রকল্পগুলোকে দুই ভাগে ভাগ করে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ১ম পর্যায় ও কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ২য় পর্যায় বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়কে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় জানায়, সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত ২০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এবং অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট সংসদ-সদস্যদের কাছ থেকে প্রকল্প নিয়ে তাদের অনুকূলে বরাদ্দ দিতে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালকে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

স্থানীয় সরকার বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর