Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাতে-কলমে শিখিয়ে শিক্ষার্থীদের কর্মোপযোগী করে তুলতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ১৮:৫৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ২০:০১

ঢাকা: কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তত্ত্বীয় শিক্ষার চেয়ে হাতে-কলমে শেখানোকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে তুলতে তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিয়ে শেখানোর জন্য একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এজন্য কারিগরি শিক্ষার শিক্ষাক্রম পরিমার্জন করা হবে।

বুধবার (২০ এপ্রিল) রাজধানীর কারিগরি শিক্ষা অধিদফতরে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সার্বিক অগ্রগতি বিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে কারিগরি শিক্ষার ব্যাপক বিস্তারে ডিজিটাল কনটেন্ট তৈরি করে অনলাইনভিত্তিক শিক্ষণ জোরদার করা হবে।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দক্ষ পেশাদার ব্যাক্তিদের কারিগরি প্রতিষ্ঠানে অতিথি প্রশিক্ষক হিসেবে কাজে লাগানোর পরামর্শ দেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অধীন দফতর ও সংস্থার প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/টিআর

কারিগরি শিক্ষা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর