Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে পুঁজিবাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ১৮:২৩

ঢাকা: টানা পতনের আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার। একই সময়ে বাড়ছে আর্থিক ও শেয়ার লেনদেন। অব্যাহত দরপতনের পর পুঁজিবাজারের ঊর্ধ্বমুখীতে বিনিযোগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

বুধবার (২০ এপ্রিল) ডিএসইতে ৩৭৯টি কোম্পানির ১৩ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৭২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৬৯টির, কমেছ ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬০৫ কোটি ৬৯ লাখ টাকা। আগের দিন (মঙ্গলবার, ১৯ এপ্রিল) ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকা।

বুধবার ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬০৬ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৪ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৬৩ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, বুধবার দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬২টি কোম্পানির ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৩৪৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসই’র প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১৯ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৫০ পয়েন্ট উঠে আসে।

সারাবাংলা/জিএস/টিআর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার সিএসই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর