নীরব ঢাকা কলেজ
২০ এপ্রিল ২০২২ ১৬:০৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৬:২০
ঢাকা: রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর বুধবার (২০ এপ্রিল) ক্যাম্পাসটিতে নীরবতা বিরাজ করছে। সকাল থেকে কলেজের সামনে কিংবা ভেতরে ছাত্রদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এদিকে, কলেজ কর্তৃপক্ষ হল বন্ধের ঘোষণা দিলেও তা প্রত্যাখান করেছে শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাস ফাঁকা। হলের সামনে এবং একাডেমিক ভবনের সামনেও ছাত্রদের দেখা যায়নি। তবে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে কলেজের সামনে অবস্থান নিয়েছিল ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই তারা সেখানে অবস্থান নেয়। কলেজ ড্রেস পরিহিত প্রায় অর্ধশত শিক্ষার্থী ঢাকা কলেজ গেইটে জড়ো হয়। পরে তারা স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে।
আইডিয়াল কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী হৃদয় সারাবাংলাকে বলেন, ‘আমরা ঢাকা কলেজের পাশে দাঁড়ানোর জন্য এখানে অবস্থান নিয়েছি। আমরা তাদের সঙ্গে আছি।’
এরপর এক সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এটিএম মঈনুল হোসাইন বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা শান্ত রয়েছে। আমরা আমাদের ছাত্রদের শান্ত রেখেছি।’
তিনি বলেন, ‘হল বন্ধের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত মানেননি। বৃহস্পতিবার থেকে কলেজ এমনিতেই বন্ধ। তাই শিক্ষার্থীদের বাড়ি চলে যাওয়া আহ্বান জানিয়েছি।’
এখন পর্যন্ত মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘গতকাল গিয়েছিলাম কথা বলার জন্য। আমাদের বক্তব্য ছিল, আমরা শিক্ষার্থীদের শান্ত করি, আপনারা আপনাদের লোকদের শান্ত করেন। মারামারি বন্ধ হোক। কিন্তু সেখানে গিয়ে শিক্ষকরা হামলার শিকার হন।’
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের দিকে টিয়ারশেল ছোঁড়া হয়েছে। পুলিশ ও ব্যবসায়ী একসঙ্গে ঢাকা কলেজের দিকে হামলা চালিয়েছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আশ্বস্ত করে জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত করা হবে।’
এখনো সংঘর্ষের আশঙ্কা আছে কি না?- জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো বিষয়টি অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত কোনো কিছু আমরা আটকাতে পারব না। আমাদের ছাত্ররা শান্ত আছে।’
সারাবাংলা/এসএসএ/পিটিএম