Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে বাল্কহেড ডুবি, জাহাজ চলাচলে সতর্কতা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ১৩:৩৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বালুবোঝাই একটি নৌযান (বাল্কহেড) ডুবে গেছে। তবে নৌযানটিতে থাকা পাঁচজন মাঝি জীবিত উদ্ধার হয়েছেন। ঘটনাস্থল নিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের বর্হিনোঙ্গরের চার্লি অ্যাংকারেজে এ দুর্ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন।

কয়েকদিন ধরে তাপদাহের পর বুধবার সকালে চট্টগ্রাম জেলা ও আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। চট্টগ্রামের আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা সারাবাংলাকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া কালবৈশাখী প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। এর গতিবেগ ছিল ৪০ থেকে ৬৫ কিলোমিটারের মধ্যে।

ঝড়ো হাওয়ার কবলে পড়েই নৌযানটি ডুবে গেছে বলে ধারণা বন্দরের কর্মকর্তাদের। সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘চার্লি অ্যাংকারেজে একটি বাল্কহেড ডুবে গেছে। সেখানে পাঁচজন মাঝি ছিল। পাঁচজনই জীবিত উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বাল্কহেড ডুবে যাবার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে আমরা দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে দিয়েছি। জাহাজ চলাচলে সতর্কতার অংশ হিসেবে এটা করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/এএম

টপ নিউজ বাল্কহেড ডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর