ঝড়ো হাওয়ায় সন্দ্বীপে স্পিডবোট ডুবে কিশোরীর মৃত্যু
২০ এপ্রিল ২০২২ ১২:৫৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৪:৫৪
চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে চট্টগ্রামের সন্দ্বীপ নৌ রুটে অন্তত ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। যাত্রীদের অধিকাংশই জীবিত উদ্ধার হয়েছেন। তবে কেউ নিখোঁজ আছেন কি না সেটা খতিয়ে দেখছে প্রশাসন।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে সন্দ্বীপ নৌ রুটের গুপ্তছড়া অংশে স্পিডবোটটি ডুবে যায় বলে জানিয়েছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান। নিহত কিশোরীর নাম নুসরাত জাহান আনিকা, বয়স আনুমানিক ১৪ বছর। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে একটি স্পিডবোট সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাবার পথে মাঝসাগরে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে। সেখানে ২০ জন যাত্রী ছিলেন। অনেকে সাগরে থাকা অন্যান্য নৌযানের মাধ্যমে নিজের প্রাণ রক্ষা করেন। কেউ নিখোঁজ আছেন কি না সেটা আমরা দেখছি। একজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের কুমিরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহ সারাবাংলাকে জানান, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গিয়ে স্পিডবোটটি ডুবে যায়। হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।
সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, ‘বেশিরভাগ যাত্রীই উদ্ধার হয়েছেন। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু নিখোঁজ আছে বলে শুনেছি। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা জানতে আরও সময় লাগবে।’
সারাবাংলা/আরডি/এনএস