Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংহতি জানিয়ে ঢাকা কলেজের সামনে ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২২ ১১:২৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৩:১৩

ঢাকা: রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে ঝরা বৃষ্টি উপেক্ষা করেই তারা সেখানে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, কলেজ ড্রেস পরিহিত প্রায় অর্ধশত শিক্ষার্থী ঢাকা কলেজ গেটে জড়ো হয়। পরে তারা স্লোগান দিতে দিতে মিছিল সহকারে ঢাকা কলেজের ভেতরে প্রবেশ করে।

বিজ্ঞাপন

আইডিয়াল কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী হৃদয় সারাবাংলাকে বলেন, আমরা ঢাকা কলেজের পাশে দাঁড়ানোর জন্য এখানে অবস্থান নিয়েছি। আমরা তাদের সঙ্গে আছি।

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের উল্টোদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

এদিকে ঢাকা কলেজের সঙ্গে সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগ দেওয়ার পূর্ব ঘোষণা মোতাবেক ঢাকা কলেজের আশপাশে জড়ো হতে শুরু করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট সারাবাংলাকে বলেন, বৃষ্টির জন্য সবার আসতে কিছুটা দেরি হয়েছে। আমরা ইতোমধ্যেই ঢাকা কলেজের সামনে জড়ো হচ্ছি।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ/এএম

টপ নিউজ ঢাকা কলেজ ধানমন্ডি আইডিয়াল নিউমার্কেট ব্যবসায়ী সংঘর্ষ সাত কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর