মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা
১৯ এপ্রিল ২০২২ ২০:১২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ২৩:০২
নেত্রকোনা: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে নেত্রকোনার মদনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে মদন পৌরসদরের জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ আলম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই সহকারী পরিচালক জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হাবিল উদ্দীন, মদন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মিতু সাহা ও আইনশৃঙ্খলা বাহিনী।
সারাবাংলা/টিআর
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি