ঢাকা কলেজের ঘটনা পূর্বপরিকল্পিত: শিক্ষামন্ত্রী
১৯ এপ্রিল ২০২২ ২১:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ ০২:৫৫
ঢাকা: ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে, একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা ধরনের চেষ্টা করছে। এসব করেও যখন ব্যর্থ হচ্ছে, তখন তারা কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটাচ্ছে। এগুলোকে আবার তারা এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন- সংঘর্ষের জন্য সামাজিক মাধ্যম দায়ী: শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি বলেন, এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।
শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমরা সজাগ রয়েছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শিক্ষকদের প্রতিও সজাগ থাকার অনুরোধ রইল। কারণ শিক্ষকদের প্রতি মানুষের সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে। এসব ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুরের পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
- নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ
- শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘লাশ হয়ে বের হব, তবুও হল-ক্যাম্পাস ছাড়ব না’
- শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে নিউমার্কেট আবারও রণক্ষেত্র
- ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে ঢাবি ছাত্রলীগের অবস্থান
- মীমাংসা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে শিক্ষকরাও
- নীলক্ষেতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ, বন্ধ নিউমার্কেট
- বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের
- নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, নিষ্ক্রিয় পুলিশ
- ঢাকা কলেজকে সংহতি, নীলক্ষেত অবরোধ করেছেন ইডেন শিক্ষার্থীরা
- ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষকদের উপস্থিত হওয়ার অনুরোধ
ফাইল ছবি
সারাবাংলা/টিএস/টিআর
টপ নিউজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ