Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়তে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ২০:৫০

ঢাকা: দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১৯ এপ্রিল) কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এ ইফতার মাহফিল ও সদস্য সম্মেলন আয়োজন করে।

বিজ্ঞাপন

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বদর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। বদরের চেতনায় সকল দুর্নীতি দুঃশাসন ও অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নামাজের জায়গা বন্ধ করা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

রেজাউল করীম বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে সরকার নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।’

ফিলিস্তিনে ইসলাইলের বর্বর হামলার নিন্দা জানিয়ে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইসরাইল মানবতার জন্য ক্যানসার। পবিত্র মাহে রমজানে আল-আকসায় নিরস্ত্র মুসলিমদের ওপর হামলা মানবতাবিরোধী অপরাধ। সন্ত্রাসীদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ২২ এপ্রিল শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘আজ সারা বিশ্বে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। ইসলামের সংস্কৃতি সমূহকে টার্গেট করে আঘাত করা হচ্ছে। সম্প্রতি সুইডেন কোরআন পোড়ানোর ভারতে হিজাব নিষিদ্ধ সবাই একই সূত্রে গাঁথা। বাংলাদেশেও একটি মহল বিভিন্নভাবে ইসলামকে আঘাত করার ঘৃণ্য অপচেষ্টা করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলদেশ মুসলিম লীগের আতিকুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী আবদুল কাইয়ূম, ন্যাপ’র মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, বাংলদেশ খেলাফত মজলিসে সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের মহাসচিব হারুন অর রশিদ খান প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশে

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর