Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র পুনরুদ্ধারে গড়তে হবে জাতীয় ঐক্য: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৯:২৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ২১:১০

ছবি: সারাবাংলা

ঢাকা: বর্তমান ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলামোটর ওয়াটারফল রেস্তোরাঁয় গণফোরাম আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। গণফোরামের সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসদের সভাপতি আ স ম আব্দুর রব।

বিজ্ঞাপন

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর বর্তমান অবস্থার প্রেক্ষিতে গণফোরামের এই ইফতার মাহফিল ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে জাতীয় ঐক্য হওয়া প্রয়োজন। আমাদের দায়িত্ব ঐক্য তৈরি করা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের জনপ্রতিনিধিত্ব সংসদ গড়ে তোলা। এজন্য আমাদের এখনই সময় জাতীয় ঐক্য গড়ে তোলার।

অনুষ্ঠানে আব্দুর রব বলেন, দেশ ও জাতি আজ মহাসংকটে, এই সংকট জাতীয় সংকট। আর জাতীয় সংকট দূর করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় সমস্যা জাতীয়ভাবে সমাধান করতে হবে। দলীয়ভাবে চিন্তা-চেতনা করে জাতীয় সমস্যার সমাধান হবে না। এজন্য রাস্তার মেরামত সাংবিধানিক সংস্কার করতে হবে। আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয়, এই সংগ্রাম জনগণের অধিকার রক্ষা করার সংগ্রাম।

তিনি আরও বলেন, জনগণ মাঠে নামতে চায়। তবে তারা আমাদের প্রতিশ্রুতি জানতে চায়। আমাদের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামলে এই সরকার একদিনের জন্য টিকে থাকতে পারবে না। তাই স্বাধীনতা সংগ্রামের মতো এবার আমরা জনযুদ্ধ করি। এই জন্যই আমরা জাতীয় ঐক্য গড়ি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এনএস

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর