Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজকে সংহতি, নীলক্ষেত অবরোধ ইডেন শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৬:০৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৭:২৫

ঢাকা: ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে ইডেন কলেজ শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধ করেছেন। এসময় তারা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।

অবরোধ কর্মসূচি থেকে ইডেন শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন জবাব চাই’ বলে স্লোগান দিতে থাকেন।

মূলত সোমবার মধ্যরাতের দিকে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। রাত দেড়টার দিকে সংঘর্ষ থামলেও মঙ্গলবার সকাল ১১টার দিকে ফের শুরু হয়ে এখনো দফায় দফায় সংঘর্ষ চলছে। এ অবস্থায় ঢাকা কলেজের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন।

অবরোধকারী ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, হল বন্ধ করা কোনো সমাধান নয়। ঢাকা কলেজের ভাইয়েরা যেন নিরাপদে হলে থাকতে পারে, সেটিই নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, আমরা আর কিছু চাই না। আমরা কারও খাই না, কারও পরি না। আমরা শিক্ষার্থী। আমরা সব শিক্ষার্থীর নিরাপত্তা চাই।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ/টিআর

টপ নিউজ ঢাকা কলেজ নীলক্ষেত অবরোধ