Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরে এখন থেকে আর মাটির রাস্তা নয়: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৫:৩২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৬:২২

ফাইল ছবি

ঢাকা: হাওর অঞ্চলে এখন থেকে আর মাটির রাস্তা তৈরি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ এপ্রিল) একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘হাওর অঞ্চলে এখন থেকে মাটির রাস্তা নয়, এলিভেটেড রাস্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী।’

সিটি করপোরেশনকে নিজস্ব আয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

অন্য আরেক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৃষ্টির পানিতে হাওরের ধান তলিয়ে যাওয়া নিয়মিত ঘটনা। আগে সরকার এগুলো দেখতো না। কিন্তু ক্ষতি কমানোর জন্য সরকার এখন এগুলো দেখে।’

এর আগে, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সারাবাংলা/জেজে/এমও

এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রী মাটির রাস্তা হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর