Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষকদের উপস্থিত হওয়ার অনুরোধ

সারাবাংলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২২ ০৯:৪৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০৯:৫০

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের মধ্যে সংঘর্ষে নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের মঙ্গলবারের (১৯ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে কলেজের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

তবে কলেজের সব শিক্ষককে সকাল ১০টার মধ্যে ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বরাত দিয়ে ফেসবুক পোস্টে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এর আগে সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাত ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় আড়াই ঘণ্টা। এ সময় দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সারাবাংলা/এএম

টপ নিউজ ঢাকা কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর