Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুতার ভেতর ইয়াবা, ৪ রোহিঙ্গা নারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ২০:০৭

চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া চার রোহিঙ্গা নারী ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে পুলিশের হাতে ধরা পড়েছেন। জুতার ভেতরে করে আনা ১৫ হাজার ইয়াবা তাদের হেফাজত থেকে উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) গভীর রাত আড়াইটার দিকে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া তেমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ চার নারীকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতার চারজন হলো- পারভিন আকতার (২০), শফিকা বেগম (২২) এবং দিলদার বেগম (৪২) ও তার মেয়ে শওকত আরা (১৯)। তারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৪২ নম্বর শেডের বাসিন্দা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান সারাবাংলাকে জানিয়েছেন, যাত্রীবাহী বাসটিতে তল্লাশির সময় চার নারীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ জোড়া স্যান্ডেল ও একটি ট্রলি ব্যাগের পাইপের ভেতর বিশেষ কায়দায় লুকানো ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরস্পরের আত্মীয় ৪ রোহিঙ্গা নারী কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতকানিয়া থানায় দায়ের করা মামলায় সোমবার (১৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

ইয়াবা গ্রেফতার রোহিঙ্গা রোহিঙ্গা নারী সাতকানিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর