Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্থিক প্রতিষ্ঠানে আমানতে ৭ শতাংশ, ঋণে ১১ শতাংশ সুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৯:৪১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০১:১৬

ঢাকা: ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের ঋণ-আমানতের সুদের হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে আমানত নিতে পারবে এবং ঋণ দিতে পারবে সর্বোচ্চ ১১ শতাংশ সুদে। আগামী জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকের জন্য আমানতে ৬ শতাংশ এবং ঋণে ৯ শতাংশ সুদহার বেঁধে দেওয়া হয়েছিল। আর্থিক প্রতিষ্ঠানের জন্য এই হার কিছুটা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই থেকে নতুন ও পুরোনো সব আমানত ও ঋণে নতুন সুদহার কার্যকর হবে। তবে আগে বেশি সুদে নেওয়া আমানত মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নতুন করে রাখা হলে তখন নতুন সুদহার কার্যকর হবে।

এর আগে, ২০২০ সালের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে নতুন ও পুরোনো সব ধরনের ঋণের সুদের হার হয় ৯ শতাংশ।

অন্যদিকে গত বছরের আগস্টে মেয়াদি আমানতের সুদহার গড় মূল্যস্ফীতির চেয়ে কম না হওয়ার শর্ত আরোপ করে বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতের সর্বনিম্ন সুদহার দাঁড়ায় প্রায় ৬ শতাংশ।

সারাবাংলা/জিএস/টিআর

আমানতে সুদ আর্থিক প্রতিষ্ঠান ঋণে সুদ টপ নিউজ সুদহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর