Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনসিডিলসহ এক পরিবারের ৪ জনসহ আটক পাঁচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৯:৫৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৯:৫৮

জয়পুরহাট: আক্কেলপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) সকালে আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর গ্রামের মোজাম্মেল হক (৬২), তার স্ত্রী মোসলেমা বিবি (৫৮), ছেলে মোত্তালেব হোসেন (৩২), বোন আনোয়ারা বেওয়া (৪০) পাঁচবিবি উপজেলার শালুয়া গ্রামের কামাল উদ্দীনের ছেলে নাজির হোসেন (৩৩)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আটকরা তাদের নিজ বাড়িতে দীর্ঘদিন মাদক বিক্রেতা করে আসছিল। খামার কেশবপুর এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

সারাবাংলা/এমও

আক্কেলপুর আটক পাঁচ এক পরিবার ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর