Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রেমিকার ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৯:১৬

চট্টগ্রাম ব্যুরো: সাবেক প্রেমিকার বাগদানের খবর পেয়ে তাদের ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা নগরীর বাকলিয়ায় বাসায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতার আরিফ উদ্দিন (৩৬) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। বাসা নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায়।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আহমেদ পেয়ার সারাবাংলাকে জানান, আরিফের সঙ্গে এক তরুণীর চার বছর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই তরুণীকে না জানিয়ে আরিফ ২০১৮ সালে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

আহমেদ পেয়ার বলেন, ‘মাসখানেক আগে তরুণীর বিয়ে ঠিক হয় এবং বাগদান হয়। বিষয়টি জানতে পেরে আরিফ ক্ষুব্ধ হন। একপর্যায়ে দু’জনের ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি ও ভিডিও তরুণীর স্বজন, তার হবু স্বামী এবং বন্ধুবান্ধবদের ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপে পাঠাতে শুরু করেন আরিফ। এছাড়া ওই তরুণীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি আইডি খোলেন তিনি। সেই আইডি থেকে অশ্লীল ক্যাপশন দিয়ে ছবি ও ভিডিও প্রচার শুরু করেন। এছাড়া তরুণীর আরও স্পর্শকাতর ছবি-ভিডিও ওই ফেসবুক আইডি থেকে প্রচারের ঘোষণা দেন।’

ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি কাউন্টার টেরোরিজম ইউনিটকে জানানো হলে অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়। ঘটনার শিকার তরুণী বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আরিফকে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান অতিরিক্ত ‍উপপুলিশ কমিশনার আহমেদ পেয়ার।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

ছবি টপ নিউজ ফেসবুক সাবেক প্রেমিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর