Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিটনেসবিহীন বাস না চালাতে ডিএনসিসি মেয়রের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৮:৩৮

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যারা ইদের খুশিতে বাড়িতে যাত্রা করবেন তারা যেন লাশ হয়ে না যায়। তাই আমি বাস মালিকদের আহ্বান করছি ফিটনেসবিহীন বাস না চালানোর জন্য।

সোমবার (১৮ এপ্রিল) ডিএনসিসি’র নগর ভবন কার্যালয়ের হল রুমে ১৪ হাজার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ডিএনসিসি এবং দারাজ বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাস টার্মিনালগুলো থেকে যেন কোনো ফিটনেসবিহীন বাস না চলে সেজন্য ডিএনসিসির কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেন ডিএনসিসি মেয়র। এসময় তিনি ডিএনসিসির কর্মকর্তাদের বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এবং ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) সঙ্গে সমন্বয় করে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে কাজ করার নির্দেশনা দেন।

মেয়র বলেন, ফিটনেসবিহীন বাস চলাচলের মাধ্যমে কোনোভাবেই ইদের খুশিকে নষ্ট করা যাবে না। আমি বাস মালিকদের আহ্বান করছি আপনারা ফিটনেসবিহীন কোনো বাস চালাবেন না। যারা ইদের খুশিতে বাড়িতে যাত্রা করবেণ তারা যেন লাশ না হয়ে যায়।

তিনি বলেন, প্রকৃত মানুষ শুধু নিজেকে নিয়ে না ভেবে সবাইকে নিয়ে ভাবে। প্রকৃত মানুষ শুধু আমার চিন্তা না করে আমাদের চিন্তা করে। আমাদের পাশের মানুষের কথা ভাবতে হবে, প্রতিবেশির কথা ভাবতে হবে।

তিনি আরও বলেন, আমি মনে করি প্রকৃত মানুষ কখনো অন্যের সম্পত্তি দখল করতে পারে না, খাল ভরাট করতে পারে না, পার্ক ও মাঠ দখল করতে পারে না।

মো. আতিকুল ইসলাম বলেন, আজকের শিশুই আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের ভাবতে হবে প্রতি মুহুর্তে। এই শিশুদের সঠিক পথ দেখাতে পারলেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই ছোট্ট সোনা মনিদের সুস্থ্যভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিশুরা কোথায় খেলবে, কোথায় ঘুরবে, কোন পরিবেশে বেড়ে উঠবে সেটি সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের। শিশুদের আনন্দমাখা শৈশব উপহার দিতে হবে। তাদেরকে সঠিক পরিবেশ নিশ্চিত করে দিতে না পারলে তারা আমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করবে।

অনুষ্ঠানে জানানো হয়, আজ থেকে শুরু হয়ে ইদ পর্যন্ত ডিএনসিসির আওতাধীন দশটি ওয়ার্ডে চৌদ্দ হাজার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস রুশো, হেড অব স্টেকহোল্ডার্স রিলেশনস শামসুল ইসলাম ও ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা।

সারাবাংলা/এসবি/এসএসএ

মেয়র আতিকুল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর