Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরকীয়া সন্দেহ ও ১০ হাজার টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১৮:১৪

চাঁদপুর: স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধু ফরিদ উদ্দিন ভূইয়াকে খুন করে সালাউদ্দিন। হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সালাউদ্দিন ও তার সহযোগী আবদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের সোমবার (১৮ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (১৬ এপ্রিল) নিজ বসতঘর থেকে ফরিদ উদ্দিনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

বিজ্ঞাপন

তিনি জানান, হত্যাকাণ্ডের সহযোগী আব্দুর রহমানকে গাজীপুর থেকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ফরিদ ও সালাউদ্দিন দুজন বন্ধু ছিল। সালাউদ্দিন মাঝে মাঝেই তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চট্টগ্রামে থাকত। এই সময় তার প্রথম স্ত্রীর সঙ্গে ফরিদ উদ্দিন ভূইয়ার অবৈধ সম্পর্ক আছে বলে সে সন্দেহ করে। তাছাড়া ঘটনার দিন রাতে ফরিদ উদ্দিনের মানিব্যাগে সে ১০ হাজার টাকা দেখতে পায়। এই টাকার লোভে ও সন্দেহের বশবর্তী হয়ে সালাউদ্দিন তার সহযোগীকে নিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং পরবর্তীতে ঘরের বটি দিয়ে উপর্যুপরি আঘাত করে ফরিদ উদ্দিনকে হত্যা করে।

সারাবাংলা/এসএসএ

গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর